Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

কুড়িগ্রামে গৃহবধূ সাহেরা বেগমকে (৩৫) হত্যার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে তাঁকে কুড়িগ্রাম আদালতে নেওয়া হলে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন মো. মোখলেছুর রহমান মোখলেস (৪৫)।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় সদরের বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিমপাড়া গ্রামের নিজ ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় সাহেরার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। অভিযুক্ত মোখলেস একই উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ডোমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীর বাবার বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের মা ফাতেমা বেগম ঘটনার দিন রাতেই বাদী হয়ে মামলা করেন।

মোখলেসের স্বীকারোক্তির বরাতে পুলিশ জানায়, মোখলেসের অটোরিকশা বিক্রির টাকা নিয়ে বুধবার দুপুরে সাহেরার সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সাহেরাকে জোরে চর মারেন মোখলেস। এতে সাহেরা অজ্ঞান হয়ে পড়লে ঘরে থাকা মাংস কাটা দা দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন মোখলেস। এ সময় তিনি সাহেরার মরদেহ লেপ দিয়ে ঢেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। 

ওসি খান মো. শাহরিয়ার ও উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ‘হত্যাকাণ্ডের পর মোখলেস দিনাজপুরের নবাবগঞ্জে তার এক সাবেক সহকর্মীর বাড়িতে অবস্থান করেন। পরদিন তাঁকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে নিয়ে আসে। 

ওসি আরও বলেন, ‘আসামি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’ 

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে