হোম > অপরাধ > রংপুর

গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে ভাতিজিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। আজ শনিবার সকালে উপজেলার রিরামের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম পাপিয়া আক্তার (৩০)। তিনি উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামের ভিটা গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে। 

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ আজকের পত্রিকাকে এ বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাপিয়া ও তার চাচা দুলা মিয়ার সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে আজ সকালে দুলা মিয়া তাঁর ছেলে রাব্বিকে নিয়ে জোর করে গাছ লাগাতে যান। এতে পাপিয়া বাধা দিলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুলা মিয়া হাতে থাকা ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করে। এতে পাপিয়া গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহ বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত দুলা মিয়া পলাতক রয়েছেন। তাঁর স্ত্রী পারভিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের করা হচ্ছে।

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন