গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে লুৎফর রহমান (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে পৌরসভার ঝিলপাড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত ফুলবাড়ি ইউনিয়নের বামনকুড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, লুৎফর রহমান বিভিন্ন হোটেল ও দোকানে কর্মচারীর কাজ করতেন। বুধবার দুপুরে পৌরশহরের ঝিলপাড়া এলাকায় তাঁকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। এলাকার লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।