Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

ঘোড়াঘাটে জমি নিয়ে সংঘর্ষ, ২ যুবক নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে জমি নিয়ে সংঘর্ষ, ২ যুবক নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আরও চারজন আহত হন। আজ বুধবার সকালে পৌর শহরের খোদাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২৫)। 

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন–উপজেলার চুনিয়াপাড়া গ্রামের ওমর আলী (৫৫), তাঁর স্ত্রী মোমেতা বেগম (৪৫) এবং ছেলে সামিরুল ইসলাম (২০)। 

পুলিশ জানায়, উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ১০ শতক জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ওমর আলীর সঙ্গে হায়দার আলীর দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে আজ বুধবার সকালে ওমর আলী ওই বিরোধপূর্ণ জমিতে পানি দিতে আসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ওমর আলীর পরিবারের লোকজন হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেনের পিঠে ও রাকিবের গলায় ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার। গুরুতর আহত অবস্থায় রাকিবকে প্রথমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাকিবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে পাঁচজনকে হাসপাতালে ভর্তি আনা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে চারজন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে