ছয় কেজি গাঁজাসহ বাসের সুপারভাইজারকে গ্রেপ্তার করছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ। গতকাল শনিবার ভোরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নগরকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিটন খাঁ কেরানীগঞ্জ থানার লাখিরচর গ্রামের স্বপন খাঁর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নগরকান্দি হাতিবান্ধার বিভিন্ন যানবাহনে তল্লাশি করে পুলিশ। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী এভারেস্ট নামের একটি পরিবহনে তল্লাশি চালিয়ে লিটনের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আমিনুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তার আসামি ওই বাসের সুপারভাইজার ছিলেন। তাঁর ব্যাগ থেকে গাঁজাগুলো উদ্ধার করে পুলিশ। উদ্ধার গাঁজার জব্দ তালিকা করে আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।