নীলফামারী শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ইয়াবার বড় একটি চালান জব্দ করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। এতে সহায়তা করে নীলফামারী থানা-পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে শহরের বড়বাজার ট্রাফিক মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
নীলফামারী থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘অ্যান্টি টেরিজম ইউনিট এই অভিযান পরিচালনা করে। আটক ড্রাইভারের কাছে তথ্য সংগ্রহের কাজ চলছে। তিনি জানিয়েছেন, নীলফামারী শহরে তাঁকে কেউ রিসিভ করার কথা ছিল।’