হোম > অপরাধ > রংপুর

কাউনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু, আটক ১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সানজিদা আক্তার ইভা (১৬) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার নাম পরিচয় জানায়নি পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে কুটিরপাড়-মধুপুর সড়কের রাস্তার ধার থেকে ওই স্কুলছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

সানজিদা আক্তার ইভা কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গোড়াই গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে এবং বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হরিচরণ লস্কর গ্রামে রাস্তার ধারে অজ্ঞাত মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, মেয়েটির গলায়, বুক, পিঠ ও পাঁজরে ধারালো ছুরির একাধিক জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে হাসপাতালে ছুটে আসেন স্বজনেরা। 

নিহতের চাচা সোলেমান আলী জানান, মঙ্গলবার স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ইভা। এরপর আর বাড়ি ফেরেনি। রাত সাড়ে ১১টার দিকে ফেসবুক ও কাউনিয়া থানা-পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করা হয়। 

সোলেমান আলী বলেন, ‘পাশের গ্রামের এক যুবক তার ভাতিজাকে স্কুল যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাবসহ প্রায়ই উত্তক্ত্য করত। প্রায় নয় মাস আগে ওই যুবককে তার ভাতিজিকে বিরক্ত না করার জন্য বলা হয়। হয়তো সে এতে ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ 

আজ বুধবার দুপুরে ইভার বাড়িতে গিয়ে দেখে যায়, আদরের মেয়েকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন ইভার মা। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। 

এ সময় কান্না জড়িত কণ্ঠে নিহত স্কুলছাত্রীর মা শাহানা বেগম বলেন, ‘আমার বুক যে খালি করেছে। তাদেরও যেন এভাবে বুক খালি হয়।’ 

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, এ ঘটনায় আজ বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এ নিয়ে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ জানান, এ ঘটনায় সবদিক খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তির নাম প্রকাশ করা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য ইভার মরদেহ রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। 

নীলফামারীতে বিদ্যালয়ের ইট চুরি করতে গিয়ে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা

কুড়িগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে মাহমুদুর রহমানকে অব্যাহতি

কারাবন্দী স্বামীর হত্যার হুমকিতে তটস্থ সাথী হিজড়া

মাঘের শুরু হতেই শীতে বিপর্যস্ত দিনাজপুরবাসীর জনজীবন

হিলিতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মেডিকেলে সুযোগ পেলেও মুখ মলিন

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

সেকশন