Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

চাচাতো ভাইয়ের রাম দার কোপে প্রাণ গেল যুবলীগকর্মীর

রংপুর প্রতিনিধি

চাচাতো ভাইয়ের রাম দার কোপে প্রাণ গেল যুবলীগকর্মীর

রংপুরে চাচাতো ভাইয়ের রাম দার কোপে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। 

নিহত রেজাউল ইসলাম (২৮) চন্দনপাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী। 

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে জমিজমার বিরোধ নিয়ে পারিবারিকভাবে লাহিড়ীরহাটে আলোচনায় বসেন রেজাউলসহ চাচাতো ভাই–বোনেরা। এ সময় রেজাউলের সঙ্গে রাব্বীর বাবার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউলের মাথায় চাচাতো ভাই রাব্বী রাম দা দিয়ে সজোরে কোপ দেন। পরিবারের লোকজন তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান।

এ বিষয়ে চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ‘খবরটি শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে।’ 

রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘রেজাউল চন্দনপাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী। রেজাউল যুবলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। আমরা জেলা যুবলীগের পক্ষ থেকে সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করে সুবিচারের দাবি জানাচ্ছি।’ 

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করলেও বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

অনুমোদনহীন ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটে অবৈধভাবে বেতন–ভাতা নেন ১১ কর্মকর্তা-কর্মচারী

বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গুলি করে হত্যার ৩ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

দিনাজপুরের ফুলবাড়ীতে জনপ্রিয় মিহিদানা ও ছানার পোলাও

২৫০ শয্যার হাসপাতালে ১০০’র জনবলও নেই

মুক্তিপণ না পেয়ে লালমনিরহাটে অপহৃত শিশুকে হত্যা, আটক ৩

কাউনিয়ায় হত্যা মামলায় ইউপি সদস্যসহ ৪ জনের যাবজ্জীবন

মব সহিংসতার অভিযোগ, হয়নি মামলা

প্রধান শিক্ষকের অবৈধ ২ ভাটা স্কুলের পাশেই