ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পাচারের সময় নগদ ৮ লাখ ১৫ হাজার টাকা ও সাড়ে ১৭ কেজি রুপাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে শহরের চৌরাস্তায় রুপা এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মানিকগঞ্জের সাংড়াইল থানার গোবিন্দন গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা একটি নৈশ কোচে করে রুপা ঢাকায় পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের চৌরাস্তায় চেকপোস্ট বসায়। পরে রুপা এন্টারপ্রাইজের কোচ চৌরাস্তায় পৌঁছালে বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মিজানুর রহমানের কাপড়ের ব্যাগ থেকে সাড়ে ১৭ কেজি রুপা ও ৮ লাখ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।
ওসি আরও বলেন, এ বিষয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।