ঠাকুরগাঁও: মারধর এবং ১০ লাখ টাকা যৌতুক দাবি করায় স্বামী দিনাজপুর মেডিকেল কলেজের চিকিৎসক ডা: জিল্লুর রহমান সুমনের বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী আফরোজা আক্তার। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত পীরগঞ্জের বিচারক মো. আরিফুল ইসলামের আদালতে এ মামলাটি করেন তিনি।
জানা যায়, কয়েক বছর আগে জিল্লুর রহমান সঙ্গে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও গ্রামের আফরোজা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা গত ২৪ মে রেজিস্ট্রি করে বিয়ে করেন। এরপর থেকে সুমনের পরিবার আফরোজার পরিবারের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিছুদিন পরে যৌতুক দিতে না পারায় আফরোজাকে অস্বীকার করে সুমন এবং মারধর করে আফরোজাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরবর্তীতে স্বামী সুমন সহ শ্বশুর ফজুলর রহমান, শাশুড়ি তৈয়বা বেগম ও দেবর সুজনকে আসামি করে মামলা দায়ের করেন।
পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।