হোম > অপরাধ > রংপুর

কে জানত বাজার করতে বের হয়ে লাশ হবে

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

ছেলে মিরাজুল ইসলামের (১৪) নিথর দেহ শেষবার দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন মা মেহেরনাগার। স্বজন-প্রতিবেশী ও সহপাঠীদের মাঝে চলছে মাতম। কান্নায় ভারী হয়ে গেছে বাড়ির আঙিনা। বাজার করতে বের হয়ে লাশ হবে তা কে জানত!

দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয় কিশোর মিরাজুলের মরদেহ। আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বারপাড়া এলাকায় রাত ১০টার দিকে এক পথচারী তার গলাকাটা মরদেহ দেখে। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠায়।

মিরাজুল ইসলাম একই উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুহাটি এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং পালাপাড়া দ্বিমুখী আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার বেলা ১১টায় নিহত ছাত্রের বাড়িতে গিয়ে দেখা যায় তার মায়ের আহাজারি। মা মেহেরনাগার আহাজারি করে বলেন, ‘রাত ৮টার দিকে মিরাজ বাজার করতে রাণীরবন্দর বাজারে যায়। রাত ১০টা পার হলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করি। পরে লোক মারফত জানতে পারি এক কিশোরের গলাকাটা মরদেহ রাস্তার পাশে পড়ে রয়েছে। দ্রুত ছুটে গিয়ে দেখি এটাই আমার মিরাজ। পাশেই পড়ে ছিল তার সঙ্গে থাকা বাইসাইকেল।’

নিহত ছাত্রের খেলার সঙ্গী আইনুল হক বলে, ‘মিরাজ যেমনন মেধাবী ছাত্র ছিল, তেমনি বিভিন্ন খেলাধুলা ভালো করত। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাকে বাড়িতে খেলা করতে দেখেছিলাম। রাত ৮টার পর সে বাজারে গিয়ে আর ফিরে আসেনি।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে, দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ