বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম বাবু (৫৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। রফিকুল ইসলাম বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের উত্তর বড় গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী কাঁঠালতলী বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে কে বা কারা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে রাস্তার পাশে আলুখেতে ফেলে রেখে পালিয়ে যায়।
রাত ১০টার দিকে স্থানীয় ভ্যানচালক শ্যামল ভ্যান নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় সাইকেল পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা গিয়ে তাঁর রক্তাক্ত লাশ আলুখেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।