খোলাবাজারে বিক্রির (ওএমএস) চাল পাচারের ঘটনায় দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার যুবলীগের দিনাজপুর জেলা শাখার সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কার করা হয় বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান মণ্ডল জানিয়েছেন।
গত বৃহস্পতিবার পৌর শহরের কলেজ বাজার এলাকা থেকে ওএমএসের ১৪ বস্তা চাল পাচারের সময় আবু হেনা মোস্তফা কামালকে আটক করে জনতা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়ে চালগুলো জব্দ করে খাদ্য কর্মকর্তার হেফাজতে রাখেন। পরে বিষয়টি নিয়ে জেলা খাদ্য কর্মকর্তা ও উপজেলা খাদ্য বিভাগ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সংগঠন থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে আবু হেনা মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠির কথা শুনেছি। তবে আমাকে এখনো লিখিতভাবে কিছু জানানো হয়নি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ওএমএসসের চাল পাচারের ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গ হয়েছে। সে কারণে যুবলীগের জেলা কমিটি মোস্তফা কামালকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।’
চাল পাচারের অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, ওএমএসের চাল জব্দ করার বিষয়ে জেলা কমিটি গঠিত তদন্ত দল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। উপজেলা গঠিত তদন্ত কমিটি আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে।