Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি  শিশু ধর্ষণের ঘটনায় আসামি রফিকুল ইসলাম রফিককে (২০) বগুড়া থেকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গাইবান্ধা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ  সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১৩–এর ডিএডি মোস্তাফিজুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা র‍্যাব-১৩ কার্যালয়ের কোম্পানি কমান্ডার এ কে এম আসিফ উদ দৌলা, ডিএডি মাজেদুর রহমান ও শরিফুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

সংবাদ  সম্মেলনে  ডিএডি মোস্তাফিজুর রহমান বলেন, চলতি বছরের ১ জুন শিশুটি স্কুলে যাওয়ার পথে সুন্দরগঞ্জ উপজেলার ফিরোজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম রফিক চকলেট দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ অবস্থায় শিশুটি কান্না করতে থাকলে রফিক পালিয়ে যায়। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।  পরের দিন ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে  সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। শক্রবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে  র‍্যাব-১৩ সদস্যরা বগুড়া জেলার আদমদীঘি উপজেলা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। 

সংবাদ সম্মেলনের পর  গ্রেপ্তারকৃত আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করেন।

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার