Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

ছেলের জন্মদিনে ফেনসিডিল দিয়ে আপ্যায়ন, বাবা গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

ছেলের জন্মদিনে ফেনসিডিল দিয়ে আপ্যায়ন, বাবা গ্রেপ্তার

লালমনিরহাটে ছেলের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজনে নিজের বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জিতু ইসলাম (৩১) নামের এক যুবক ও তাঁর বন্ধু আশরাফুজ্জামান। গতকাল মঙ্গলবার রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার দুজনই হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় হাতীবান্ধা থানার উপপরিদর্শক মাসুদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকায় জয়নাল আবেদীনের ছেলে জিতু ইসলামের (৩১) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ জিতু ইসলাম ও তাঁর বন্ধু আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, জিতু ইসলামের ছেলের জন্মদিন ছিল মঙ্গলবার। জন্মদিনের অনুষ্ঠানে জিতু তাঁর কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। জন্মদিনের কেকের সঙ্গে বন্ধুদের ফেনসিডিল খাওয়াতে চান তিনি। সেই উদ্দেশ্যেই ফেনসিডিল কিনে বাড়িতে নিয়ে আসেন।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কাটা মাথা মিলল ৭ কিমি দূরে, সতিন গ্রেপ্তার

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাংলাদেশি যুবককে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ