Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

ছাত্রাবাস থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

ছাত্রাবাস থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৮তম ব্যাচের ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাঁশেরহাট এলাকার ব্লু মুন নামের একটি ছাত্রাবাস থেকে মিজানুর রহমান পলাশ (২৩) নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ। 

মিজানুর রহমান পলাশের বাড়ি গাজীপুর সদরের কাপাসিয়া উপজেলায়। 

নিহত শিক্ষার্থীর সহপাঠী এবং ব্লুমুন ছাত্রাবাসের বসবাসকারী ১৮তম ব্যাচের তামজিদ প্লাবন বলেন, ‘শুক্রবার আমরা বন্ধুর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজায় গিয়ে কড়া নাড়ি। এতেও কোনো প্রত্যুত্তর না পেলে জানালা দিয়ে পলাশকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমরা কিছুতেই বুঝতে পারছি না আমাদের এত ভালো একজন বন্ধু কীভাবে এমন কাজ করতে পারল।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, ‘আমরা শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শিক্ষার্থীর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে তিনি এমনটি করেছেন, বিষয়টি এখনো জানা যায়নি। খবর পেয়ে শিক্ষার্থীর পরিবারের লোকজন এসেছেন।’ 
 
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ