গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে মনিশা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা কবিরাজপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত স্কুলছাত্রী মনিশা ওই গ্রামের ময়নুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালুকজামিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুরে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মনিশাকে দেখতে পান স্বজনেরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
হরিনাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. রায়হান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।