দিনাজপুরের খানসামায় তিন কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পশ্চিম ঘাটপাড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ব্যাংমারী এলাকার মো. নাজমুল হুদা (২৩), একই এলাকার সবুজ মিয়া (২৩) এবং দক্ষিণ বালাপাড়া এলাকার খায়রুল ইসলাম (২৪)।
এ বিষয়ে জানতে চাইলে খানসামা থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।