গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চন্দন কুমার রায় গ্রেপ্তার হয়েছেন। রোববার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার ভোমরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। চন্দন কুমার রায় উপজেলার বামনডাঙা ইউনিয়নের মনমথ গ্রামের সুশীল চন্দ্র রায়ের ছেলে।
রোববার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম।
২০১৯ সালের ২৮ নভেম্বর চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। রায় ঘোষণার সময় আট আসামির মধ্যে ছয়জন উপস্থিত ছিলেন। একজন কারাগারে অসুস্থ হয়ে মারা যান। অপর আসামি চন্দন কুমার রায় পলাতক ছিলেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে সীমান্ত জেলা সাতক্ষীরার ভোমরা এলাকায় র্যাবের হাতে ধরা পড়লেন চন্দন কুমার।
উল্লেখ্য, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের নিজ বাড়িতে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। তিনি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।