গাইবান্ধার সদর উপজেলায় দুর্বৃত্তের খুরের আঘাতে এক ধান ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যবসায়ীর নাম আনোয়ারুল ইসলাম (৪৫)। তিনি সদর উপজেলার মৃত আব্দুল মতিনের ছেলে।
শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জিইউকে খামারে পেছনে এই হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীব হোসেন জানান, আনোয়ারুল ইসলাম নামে ওই ব্যবসায়ীর গলার বিভিন্ন স্থানে খুর দিয়ে আঘাত ছিল। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বলেন, কী কারণে তাঁকে খুর দিয়ে আঘাত করা হয়েছে তা জানা যায়নি। জড়িতদের শনাক্তে করছে পুলিশ।