Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

রেলওয়ের ডিজির নামে ভুয়া আইডি খুলে টিকিট বিক্রির নামে প্রতারণা করতেন তিনি

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

রেলওয়ের ডিজির নামে ভুয়া আইডি খুলে টিকিট বিক্রির নামে প্রতারণা করতেন তিনি

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে ওই ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম ওয়াজকুরুনী সাব্বির ওরফে ভেজাল (২১)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
পুলিশ সূত্রে জানা যায়, ওয়াজকুরুনী ওই চক্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর নাম, পদবি ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খোলেন। সেই আইডি ব্যবহার করে দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট দেওয়ার কথা বলে যাত্রীদের কাছে বিকাশের মাধ্যমে টাকা নিতেন। পরবর্তী সময় টিকিট না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতেন। এভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করতেন। 

প্রতারণার এ বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশের নজরে আসে। পঞ্চগড়ের গোয়েন্দা পুলিশ ও নীলফামারী জেলা পুলিশের সহায়তায় আজ ভোরে নিজ বাড়ি থেকে ওয়াজকুরুনীকে গ্রেপ্তার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। 

পরে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। 

এ ব্যাপারে ওসি এ কে এম নুরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রেলওয়ের ডিজির নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকিট বিক্রির করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল একটি চক্র। ওই চক্রের প্রধান ওয়াজকুরুনীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি