হরিপুর (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৮০ বোতল ফেনসিডিলসহ মো. মাহাবুব আলম (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভাতুরিয়ার দিলগাঁও গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাব্বেরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দিলগাঁও গ্রামে সমিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর ছেলে মাহাবুব আলমের ঘর থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাঁকেও গ্রেপ্তার করে পুলিশ।ভারপ্রাপ্ত কর্মকর্তা
আরও বলেন, এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হরিপুর থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।