Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

অনুমোদন ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

অনুমোদন ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সংশ্লিষ্ট প্রশাসনের অনুমোদন ছাড়াই গোপনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাতটি কাঁঠালগাছ কেটে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাছগুলো কেটে ফেলেন।

স্থানীয় বাসিন্দা মোস্তাকিম সরকার অভিযোগ করে বলেন, বিদ্যালয় ছুটি থাকার সুযোগে কাউকে না জানিয়ে গোপনে সাতটি কাঁঠালগাছ কেটে ফেলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম। বিষয়টি ইউএনও মহোদয় জানার পর গাছগুলো গ্রাম পুলিশের হেফাজতে রেখেছেন। তিনি তদন্ত করে এ ঘটনার বিচার দাবি করেন।

এ বিষয়ে অম্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম বলেন, বিদ্যালয়ের টেবিল-চেয়ার তৈরির জন্য গাছগুলো কাটা হয়েছে। গাছ কাটার জন্য প্রশাসনের অনুমতি নিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, রেজল্যুশন করা আছে।

এদিকে স্থানীয় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। লোকমুখে গাছ কাটার খবর পেয়েছি। ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক কাটা গাছগুলো গ্রাম পুলিশের মাধ্যমে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।’

বিদ্যালয়ের কয়েকটি কাটা গাছএ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম বলেন, গাছ কাটার বিষয়টি তিনি জানেন না। কাউকে না জানিয়ে এভাবে কেউ গাছ কাটতে পারে না। নিয়ম অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটি রেজল্যুশন করে প্রশাসনের অনুমতি নিয়ে তবেই প্রতিষ্ঠানের গাছ কাটতে পারবে। বিষয়টি নিয়ে তিনি ইউএনও স্যারের সঙ্গে কথা বলবেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল আজকের পত্রিকাকে বলেন, কাটা গাছগুলো জব্দ করে গ্রামপুলিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করতে বলা হয়েছে।

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার ওপর হামলা

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়

বৃদ্ধাকে এসিড নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘সন্দেহজনক’

২০০ বছরের মাঠ কেটে পুকুর, উজাড় গাছও