Ajker Patrika
হোম > অপরাধ > সিলেট

প্রাইমারির নতুন বই ভাঙারির দোকানে, প্রধান শিক্ষককে থানায় জিজ্ঞাসাবাদ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রাইমারির নতুন বই ভাঙারির দোকানে, প্রধান শিক্ষককে থানায় জিজ্ঞাসাবাদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে একটি ভাঙারির দোকানে ২০২৩ শিক্ষাবর্ষের প্রাথমিকের বিভিন্ন শ্রেণির ৭০ কেজি নতুন বই পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।

এ ঘটনায় কদমতলী বেসরকারি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও ভাঙারি ব্যবসায়ী সৈয়দ আলীকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য শায়েস্তাগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

স্থানীয়রা আজকের পত্রিকাকে জানান, উপজেলার কদমতলী রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ভাঙারি ব্যবসায়ী সৈয়দ আলীর কাছে ২০ টাকা কেজি দরে ৭০ কেজি বই ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। ভাঙারি ব্যবসায়ী সৈয়দ আলী বইগুলো নছরতরপুর মা ফিলিং স্টেশনের বিপরীতে একটি পাইকারি ভাঙারি দোকানে বিক্রির জন্য গেলে স্থানীয়দের কাছে ধরা পড়েন। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বই জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৩ শিক্ষাবর্ষের ১ম-৫ম শ্রেণির বিভিন্ন বই জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক শিক্ষিকার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম বলেন, ‘খবর পেয়ে শিক্ষা অফিসার ও পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত শিক্ষক ও ভাঙারি ব্যবসায়ীকে ইউএনও কার্যালয়ে ডাকা হয়েছে।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন কামাল আজকের পত্রিকাকে জানান, প্রধান শিক্ষক ও ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ চলছে।

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু