হোম > অপরাধ > সিলেট

দোয়ারাবাজারে মেয়াদোত্তীর্ণ আটা বিক্রি, দেড় লক্ষাধিক টাকা জরিমানা 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মেয়াদোত্তীর্ণ আটা ডিলারের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বিক্রির দায়ে ডিলারসহ ১০ মুদিদোকানিকে ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বাংলাবাজার ও বোগলাবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটা ডিলারের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বিক্রির মূল্যতালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় বাংলাবাজারের ডিলার সালাহ্ উদ্দিনকে ১ লাখ টাকা, মুদি ব্যবসায়ী আব্দুস সামাদকে ৩০ হাজার টাকা, রইস উদ্দিনকে ২ হাজার টাকা, হেলাল উদ্দিনকে ২ হাজার টাকা, আজিম উদ্দিনকে ৫ হাজার টাকা, আব্দুল কাদিরকে ৫ হাজার টাকা, হাকিম আলীকে ৫ হাজার টাকা, বোগলা বাজারের আবুল হোসেনকে ২ হাজার টাকা, মতিউর রহমানকে ১০ হাজার টাকা ও মোশারফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, ভোক্তা অধিকার আইনের ৩৮, ৫০, ৫১,৫২ ও ৫৩ ধারায় ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের আটার ডিলারকে সতর্ক করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ আটা নিজ উদ্যোগে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। 

ফয়সাল আহমেদ আরও বলেন, জব্দকৃত অন্য মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ্র, দোয়ারাবাজার থানার এএসআই নোমালসহ প্রশাসনের লোকজন ও গণমাধ্যমকর্মীরা। 

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা