Ajker Patrika
হোম > অপরাধ > সিলেট

র‍্যাবের অভিযানে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে তরুণী উদ্ধার

প্রতিনিধি

র‍্যাবের অভিযানে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে তরুণী উদ্ধার

শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং থেকে ৭ জুন অপহরণ হওয়া কিশোরী রিতু আক্তারকে (১৩) উদ্ধার করেছে র‍্যাব। র‌্যাব-৯, সিপিসি-১ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) বিশেষ অভিযান চালিয়ে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধার করে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবতীকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মোছা. তন্নী আক্তার (১৯) ও তাঁর স্বামী মো. শামীম মিয়া (২২) মিলে রিতুকে ডাক্তার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তারা রিতুকে অপহরণ করে একই জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মেজর সৌরভ মো. অসীম শাতিল এবং সিনিয়র এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে ৭ জুন পৌনে ২টায় রূপগঞ্জের উত্তর মাসাবো এলাকার আমিনুল ইসলাম ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায় র‍্যাব-৯। অভিযানে মোছা. তন্নী আক্তারকে (১৯) গ্রেপ্তার করা হয়। তবে তাঁর স্বামী মো. শামীম মিয়া (২২) কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তার হওয়া তন্নীর দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরী রিতু আক্তারকে (১৩) উদ্ধার করে র‌্যাব। অপহরণকারী তরুণী ও অপহৃত কিশোরীকে মঙ্গলবার (৮ জুন) বিকেলে হবিগঞ্জের বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, তন্নী আক্তার ও রিতু আক্তার দুজনের বাড়িই হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মিয়াখানী গ্রামে।

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা