সুনামগঞ্জ সদর (সুনামগঞ্জ): পূর্ব শত্রুতার জের ধরে সুনামগঞ্জ পৌর শহরে রিকশাচালক শুকুর আলীকে (২০) হত্যা করেছেন আরেক রিকশাচালক শাকিল মিয়া। গতকাল শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী শহরের মল্লিকপুর এলাকার মৃত সেজলু মিয়ার ছেলে।
মল্লিকপুর এলাকার স্থানীয় সূত্র জানায়, এক সময় শুকুর ও শাকিল বন্ধু ছিলেন। ছয় মাস আগে শুকুরের সঙ্গে শাকিলের দ্বন্দ্ব দেখা দেয়। এতে শুকুর ও শাকিলের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়। প্রতিদিনের মতো শনিবার শুকুর রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে পৌরসভার সামনে গেলে পেছন থেকে শাকিল তাঁকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তখন শুকুর রিকশা থেকে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ছুরিকাঘাতে রিকশাচালককে খুন করা হয়েছে। ঘাতককে ধরার জন্য আমরা অভিযান চালাচ্ছি।