নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে ছিনতাই হওয়া পুলিশের অস্ত্র ও গুলি ১২ দিনেও উদ্ধার হয়নি। সংঘর্ষে আহত পুলিশের এএসআই বকুল এখন মোটামুটি সুস্থ। এ ঘটনায় পুলিশের করা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৮ জুলাই (বৃহস্পতিবার) দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ সময় দক্ষিণ সুরমা থানার এএসআই বকুল গুরুতর আহত হন। তাঁর এক পা ভেঙে যায়। হামলাকারীরা ৮ রাউন্ড গুলিসহ বকুলের অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার এসআই দিবাংশু পাল বাদী হয়ে মামলা করেন।
এ ব্যাপারে আজ মঙ্গলবার সন্ধ্যায় জানতে চাইলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে। বকুলের অবস্থা এখন মোটামুটি ভালো।