Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, আহত ১০
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) ঈদের নামাজের পর বাহুবল সদর ইউনিয়নের পুরান মৌড়ি (সরকার দীঘিরপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর বাহুবল সদর ইউনিয়নের পুরান মৌড়ি গ্রামের তেরা মিয়ার ছেলে তাহির মিয়ার সঙ্গে প্রতিবেশী আকবর মিয়ার দীর্ঘদিন ধরে ৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিস বিচার হওয়ার পরও বিরোধ নিষ্পত্তি হয়নি।

সোমবার সকাল ১০টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আকবর আলীর ছেলে জসিম উদ্দিন (১৭), রুবেল মিয়া (২২), জোছনা বেগম (৪৫), তাহির মিয়া (৪০), তাহির মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩৫) এবং তাহির মিয়ার বোন হামিদা বেগম (৪৫)সহ মোট ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর বাহুবল মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন— পুরান মৌড়ি গ্রামের রফিক মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮), ফজর আলীর ছেলে জুয়েল মিয়া (৩৫), হরিতলা গ্রামের হুরাই মিয়ার ছেলে এরশাদ মিয়া (৪৫) এবং কনাই মিয়ার ছেলে আব্দুল আলী (৪৮)। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

ফের সাক্ষ্য গ্রহণ পেছাল কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলার

ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি ফিরলেন দেশে, অতঃপর...

শিশুকে দলবদ্ধ ধর্ষণ করে ছড়িয়ে দেওয়া হলো ভিডিও

ক্ষমতার চেয়ারে যে বসে, সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায়: ধর্ম উপদেষ্টা

বন্ধ দোকান থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, খুলে মিলল মালিকের লাশ

সুনামগঞ্জ মেডিকেলের ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের শাটডাউন

বিশ্বনাথে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের লাশ

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ: আইনশৃঙ্খলা বাহিনীর বাধা

সিলেটে আওয়ামী লীগের নেতা বাবর কারাগারে

বড়লেখায় যুবকের লাশ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাত