Ajker Patrika
হোম > অপরাধ > সিলেট

দা দিয়ে কুপিয়ে নারীকে হত্যা, যুবক গ্রেপ্তার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

দা দিয়ে কুপিয়ে নারীকে হত্যা, যুবক গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে যুবকের দায়ের কোপে আয়শা সিদ্দিকা (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছিদ্দিকুর রহমান (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। 

নিহত আয়শা সিদ্দিকা উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মো. আবু হাসানের স্ত্রী। আয়শা তাঁর স্বামী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন। কয়েক দিন আগে তিনি উত্তর প্রতাপপুর এলাকায় তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, আয়শা সিদ্দিকার নামে মানব পাচার আইনে একটি মামলা রয়েছে। তবে ছিদ্দিকুরের সঙ্গে কী নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন, সেটি প্রাথমিকভাবে জানা যায়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানান, আজ সকালে আয়েশা সিদ্দিকা বাড়ির পাশে ছিল। এ সময় ছিদ্দিকুর রহমান সেখানে গেলে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ছিদ্দিকুর রহমান ধারালো অস্ত্র দিয়ে আয়শাকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, খুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিদ্দিকুর রহমান নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

মাইকে ঘোষণা দিয়ে গ্রামের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫০