মৌলভীবাজারের কমলগঞ্জে গরু চুরির মামলায় আব্দুল জব্বার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁকে সহযোগীতা করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা-বাগানের নয়ন পাশির বাড়ি থেকে গরু চুরির ঘটনায় চিহ্নিত গরু চোর আব্দুল জব্বারকে (২৫) গ্রেপ্তার করেছে থানার পুলিশ।
গ্রেপ্তার জব্বার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চুরির ঘটনায় সহযোগী জাকির হোসেন (৪৯) ও মুন্না মিয়াকো (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী শ্রীগোবিন্দপুর বাগানের ৩ নম্বর চা-বাগান এলাকা থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, শ্রীগোবিন্দপুর বাগান থেকে গরু চুরির ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আজ রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ৭ মার্চ রাত আড়াইটার দিকে শ্রীগোবিন্দপুর চা-বাগানের নয়ন পাশির গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হয়।