Ajker Patrika
হোম > অপরাধ > সিলেট

শাল্লায় পাকা ধানের স্তূপে আগুন, দিশেহারা কৃষক 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

শাল্লায় পাকা ধানের স্তূপে আগুন, দিশেহারা কৃষক 

সুনামগঞ্জের শাল্লার ফয়েজুল্লাহপুর হাওরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল হালিম নামে দরিদ্র কৃষকের ৫ বিঘা জমির ধান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফয়েজুল্লাহপুর গ্রামের আব্দুল হালিম ৫ বিঘা জমিতে আমন ধানের চাষ করেন। গত সোমবার পাকা ধান কেটে মাড়াই করার জন্য খেতেই স্তূপ করে রাখেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে শত্রুতা করে কে বা কারা ধানের স্তূপে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সকল ধান পুড়ে ছাই হয়ে যায়। পরে বিষয়টি প্রশাসনকে অবগত করা হলে ঘটনাস্থল পরিদর্শনে যান শাল্লা থানার এসআই আব্দুল বাশার। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ ঘটনায় মুষড়ে পড়েছেন কৃষক আব্দুল হালিম। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ধান পুড়ে ছাই হয়ে গেছে। জমিতে পড়ে আছে স্তূপ করা ধানের ছাই। 

এ বিষয়ে কৃষক আব্দুল হালিমের ছেলে মো. আল আমিন বলেন, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা আমাদের পাকা ধানের স্তূপে আগুন লাগিয়ে দেয়। এতে আমাদের ৫ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি। এখন মামলা করার প্রস্তুতি নিচ্ছি। 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক