Ajker Patrika
হোম > অপরাধ > সিলেট

সুনামগঞ্জে কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষ: ৬ দিন পর দুই মামলা, আসামি ১৬৩ 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষ: ৬ দিন পর দুই মামলা, আসামি ১৬৩ 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদে দান করা কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষের চারজন নিহত হওয়ার ছয় দিন পর মামলা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শান্তিগঞ্জ থানায় পৃথক দুটি মামলায় ১৬৩ জনকে আসামি করা হয়েছে। 

উপজেলার হাসনাবাদ গ্রামের দ্বীন ইসলাম গ্রুপের নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক ও নিহত বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে মালদার মিয়ার পক্ষের ১৬৩ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার হাসনাবাজ গ্রামের একটি মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে গ্রামবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয় এবং দাম হাঁকানো হয়। এ সময় মালদার মিয়ার গোষ্ঠীর শেখ ফরিদ ও দ্বীন ইসলাম গোষ্ঠীর আনার উদ্দিনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় শেখ ফরিদ অধিক দামে কাঁঠাল কেনার আক্রোশে দ্বীন ইসলাম গোষ্ঠীর লোকজনদের দেখে নেওয়ার হুমকি দিয়ে মসজিদ প্রাঙ্গণ থেকে চলে যান। এই ঘটনার জেরে গত সোমবার বেলা ১১টায় হাসনাবাজ গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। 

সংঘর্ষের ঘটনায় দ্বীন ইসলাম গোষ্ঠীর হাসনাবাজ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক, আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া ও মালদার মিয়ার গোষ্ঠীর আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া নিহত হয়। পরদিন রাতে অন্য গ্রামে পালিয়ে থাকা অবস্থায় মালদার মিয়ার পক্ষের মখলিছুর রহমান নামের আরেকজন মারা গেছে বলে প্রচার হলেও পুলিশ বলেছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কীভাবে মখলিছুর রহমানের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। 

সংঘর্ষে ঘটনার ছয় দিন পর দ্বীন ইসলাম গোষ্ঠীর নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক বাদী হয়ে মালদার মিয়ার গোষ্ঠীর ৬৯ জন ও নিহত বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে ৯৪ জনকে আসামি করে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেছেন। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক ও বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছেন।

মে দিবসে খোলা থাকবে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট

ফের সাক্ষ্য গ্রহণ পেছাল কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলার

ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি ফিরলেন দেশে, অতঃপর...

শিশুকে দলবদ্ধ ধর্ষণ করে ছড়িয়ে দেওয়া হলো ভিডিও

ক্ষমতার চেয়ারে যে বসে, সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায়: ধর্ম উপদেষ্টা

বন্ধ দোকান থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, খুলে মিলল মালিকের লাশ

সুনামগঞ্জ মেডিকেলের ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের শাটডাউন

বিশ্বনাথে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের লাশ

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ: আইনশৃঙ্খলা বাহিনীর বাধা

সিলেটে আওয়ামী লীগের নেতা বাবর কারাগারে