Ajker Patrika
হোম > অপরাধ > সিলেট

হবিগঞ্জে ‘মাদকাসক্ত’ যুবকের ইটের আঘাতে পুলিশ সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ‘মাদকাসক্ত’ যুবকের ইটের আঘাতে পুলিশ সদস্য নিহত

হবিগঞ্জে ‘মাদকাসক্ত’ যুবকের ইটের আঘাতে নৌ-পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। অভিযুক্ত যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে জেলার বানিয়াচং উপজেলার মার্কুলী বাজারে এই ঘটনা ঘটেছে।

বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ বলেন, সোমবার রাত নয়টার দিকে মার্কুলী নৌ-পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবু সাদাত মো. জাহাঙ্গীর আলম (৪১) এক সহকর্মীকে নিয়ে মোবাইল ফোনে টাকা রিচার্জ করতে মার্কুলী বাজারে যান। সেখানে দোকানে বসা অবস্থায় পুলক দাস (২৮) ইট দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করেন।

আবু হানিফ বলেন, ইটের আঘাতে জাহাঙ্গীর গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি ময়মনসিংহ সদরে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা। অভিযুক্ত পুলক বানিয়াচং উপজেলার কাদিরপুর (জগন্নাথপাড়া) গ্রামের বাসিন্দা।

মার্কুলী নৌ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, ইট দিয়ে আঘাত করা পুলক দাস একজন মাদকসেবী বলে জানা গেছে। তবে কী কারণে জাহাঙ্গীরের ওপর হামলা করা হয়েছে তা এখনো জানা যায়নি। 

আব্দুস সালাম বলেন, নিহত জাহাঙ্গীরের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

মাইকে ঘোষণা দিয়ে গ্রামের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫০

বেইলি সেতুর পাটাতন খুলে মহাসড়কে যান চলাচল বন্ধ, ১২ ঘণ্টা পর সচল

জুলাই গণ-অভ্যুত্থানে সিলেট বিভাগের শহীদদের নাম স্থান পেল শাবিপ্রবির ডায়েরিতে