বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট ও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত তরুণের নাম জিয়াউল হক (১৮)। গত সোমবার রাতে উপজেলার চারখাই বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের সমছুল হকের ছেলে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, গত সোমবার রাতে উপজেলার চারখাই বাজারের একটি রেস্টুরেন্টে গোপন বৈঠককালে তাঁকে র্যাব আটক করে। পরে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাঁর ব্যবহৃত মোবাইল থেকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।