হবিগঞ্জের চুনারুঘাটে ১৯ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে র্যাব ৯। গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার চন্দনা কলেজ রোড এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাখাল কান্দি গ্রামের বসুন দাসের ছেলে উমস দাস (৩৭), পুকরা দৌলতপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৪০) ও মো. এলাছ মিয়া (৩৮)।
র্যাব জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার চন্দনা কলেজ রোড এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে সিমসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব ৯ এর মিডিয়া অফিসার মাহফুজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মামলার আলামতসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।