সিলেট: সিলেট বিমানবন্দর এলাকা থেকে ইয়াবাসহ রমজান আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মইনুল জাকির।
আটককৃত রমজান আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার ইব্রাহিমপুর গ্রামের নাছির আলীর ছেলে। বর্তমানে সে বিমানবন্দর থানার জাহাঙ্গীরনগর বাবুল মিয়ার কলোনিতে বসবাস করতেন।
ওসি জানান, রমজান দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ রমজানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।
পরে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।