বানিয়াচং (হবিগঞ্জ) : হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছানা উল্লাহ ছানাকে (৪৫) ১৪ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বানিয়াচং উপজেলার দত্তপুর গ্রামের রহমত আলীর ছেলে। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি আল আমীন।
হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি আল আমিন বলেন, ১৯৯৬ সালে বানিয়াচংয়ের একটি হত্যা মামলায় ২০০৬ সালে আসামি ছানা উল্লাহর বিরুদ্ধে আদালত যাবজ্জীবন সাজার রায় দেন। রায়ের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যান। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মাধবদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।