শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রী মাসুদ রানাকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসাসহ আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাঁকে আটক করে শুল্ক গোয়েন্দা। আটক যাত্রী মাসুদ রানা জামালপুর জেলার বাসিন্দা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক সুলতান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদে জানতে পারি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে এক যাত্রী স্বর্ণ নিয়ে আসছেন এমন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা পাওয়া যায়।
উপপরিচালক আরও বলেন, এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, জব্দকৃত স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।