হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। স্থানীয় সময় শনিবার রাতে দেশটির ফিলাডেলফিয়ার জনবহুল সাউথ স্ট্রিট এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, বন্দুক হামলায় দুই পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। ব্যস্ত ওই এলাকায় ভিড়ের মধ্যে কয়েকজন গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই কর্মকর্তা জানান, সাউথ স্ট্রিটে শতাধিক মানুষ ছুটির দিন উদ্‌যাপন করছিলেন। সে সময়ই ওই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে দুটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত বুধবার দেশটির ওকলাহোমার টুলশা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতালের একটি ভবনে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হন। বন্দুক ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, চলতি বছর এ পর্যন্ত অন্তত ২৩৯টি গোলাগুলির ঘটনা ঘটেছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে একটির বেশি বন্দুক হামলা হচ্ছে যুক্তরাষ্ট্রে। এ বছর এখন পর্যন্ত বন্দুকের গুলিতে দেশটিতে মারা পড়েছে ১৮ হাজার ৫৬৪ জন।

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক