Ajker Patrika
হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে সুইমিংপুলের ওপর দিয়ে উড়ে বাড়ি ভেঙে ঢুকল টেসলা গাড়ি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে সুইমিংপুলের ওপর দিয়ে উড়ে বাড়ি ভেঙে ঢুকল টেসলা গাড়ি

মার্কিন যুক্তরাষ্ট্রে টেসলা গাড়ির এক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধে ধাক্কা দিয়ে সুইমিংপুলের ওপর দিয়ে উড়ে গিয়ে একটি বাড়ি ভেঙে ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মারফি এবং অ্যাশউড ড্রাইভস এলাকায় ভয়ংকর এ দুর্ঘটনা ঘটেছে। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৭০ বছর বয়সী এক নারী চালক টেসলার মডেল এক্স গাড়ি নিয়ে বাড়ি ভেঙে ঢুকে পড়েন। 

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পরে স্থানীয় সান মাতেও পুলিশও আবাসিক এলাকাটি পরিদর্শন করে। অবিশ্বাস্যভাবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সান মাতেও পুলিশ বিভাগ দুর্ঘটনার একাধিক ছবি শেয়ার করেছে। ক্যাপশনে পুলিশ লিখেছে, ‘আজ সকালে একজন চালক তাঁর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ি ভেঙে ঢুকে পড়েন। তবে সৌভাগ্যবশত, এই সংঘর্ষে কেউ হতাহত হয়নি।’ 

পুলিশের পোস্ট অনুসারে, চালক নারী এবং যাত্রীর আসনে থাকা তাঁর ৪০ বছর বয়সী মেয়ে দুর্ঘটনার পরে ঘটনাস্থলেই ছিলেন। তাঁদের কেউই আহত হননি এবং দুর্ঘটনার সময় বাড়িতেও কেউ ছিল না। 

পুলিশ বিভাগের একজন মুখপাত্র সংবাদমাধ্যম পিপলকে বলেন, ‘চালক যখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখন গাড়িটি একটি প্রতিবেশীর বাড়ির উঠানের ওপর দিয়ে যায়। তারপরে দুই বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে পড়ে। বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ার আগে একটি সুইমিংপুলের ওপর দিয়ে ৪০ থেকে ৫০ ফুট শূন্যে উড়েছিল গাড়িটি।’ 

পুলিশের মতে, টেসলা গাড়িটি ডাউনহিলের দিকে যাচ্ছিল এবং ঘটনার সময় স্ব-চালনা মোডে ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি থামানোর জন্য দ্রুত ব্রেক করা হয়েছিল। কিন্তু ঠিক কী হয়েছিল, তা এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সংঘর্ষের ফলে বাড়ির দেয়ালের একটি অংশ বেরিয়ে গেছে। বাড়িটিকে আপাতত লাল ফিতায় ঘেরাও করে রাখা হয়েছে, যাতে এটি কাঠামোগত ক্ষতির জন্য পরিদর্শন করা যেতে পারে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং চালকের অস্বাভাবিকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে—এমন কোনো প্রমাণ পুলিশ পায়নি। ঘটনার তদন্ত চলছে।

বাইডেনের কারণেই আমেরিকার ডিমের বাজারে আগুন, আমি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

ফিলিস্তিনপন্থী বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আজই, নিশ্চিত করলেন ট্রাম্প

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার