হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

নারীর হৃৎপিণ্ড রান্না করে খেতে দেন পরিবারকে, এরপর ২ জনকে হত্যা

অনলাইন ডেস্ক

জেল থেকে ছাড়া পেয়ে এক নারীকে হত্যা করেন মার্কিন নাগরিক লরেন্স পল অ্যান্ডারসন (৪৪)। এরপর তাঁর হৃৎপিণ্ড নিয়ে বাড়ি গিয়ে আলু দিয়ে রান্না করেন। পরিবারকে সেটি খেতে দেন। এরপর সেখানে শিশুসহ দুজনকে হত্যা করেন।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের। এ অপরাধে লরেন্স পলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, জেল থেকে আগাম মুক্তি পাওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে লরেন্স পল ২০২১ সালে এই হত্যাকাণ্ড ঘটান।

মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পরে তিনি আন্দ্রেয়া ব্ল্যাঙ্কেনশিপ নামের ওই নারীকে হত্যা করে হৃৎপিণ্ড নিয়ে নিজের খালা-খালুর বাসায় যান। সেখানে তিনি সেই হৃৎপিণ্ড আলু দিয়ে রান্না করে তাঁদের খেতে দেন। এরপর তাঁর খালু ৬৭ বছর বয়সী লিওন পাই এবং তাঁর চার বছরের নাতনি কাইওস ইয়েটসকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

এর আগে মাদক মামলায় অ্যান্ডারসনের ২০ বছর সাজা হয়েছিল। তিনি এর মধ্য তিন বছর সাজা ভোগ করেছিলেন। এরপর ওকলাহোমার গভর্নর কেভিন স্টিটের দণ্ড লঘুকরণের তালিকায় তিনি স্থান পান। তবে পরে একটি তদন্তে দেখা গেছে, ভুলবশত দণ্ড লঘুকরণের তালিকায় লরেন্স পলের নাম উঠেছিল।

হত্যা, হামলা ও অঙ্গচ্ছেদের দায় স্বীকার করার পর অ্যান্ডারসনকে পাঁচটি ধারায় পাঁচটিতেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া হামলায় আহত অ্যান্ডারসনের খালা এবং অন্য ভুক্তভোগীদের পরিবার ওকলাহোমার গভর্নর এবং জেল প্যারোল বোর্ডের বিরুদ্ধে মামলা করেছেন।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন