Ajker Patrika
হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের স্কুলে হামলাকারী ‘মানসিকভাবে বিপর্যস্ত’, নিজেকে ‘ট্রান্সজেন্ডার’ বলতেন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্কুলে হামলাকারী ‘মানসিকভাবে বিপর্যস্ত’, নিজেকে ‘ট্রান্সজেন্ডার’ বলতেন

যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে স্কুলে হামলাকারী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন শহরটির পুলিশপ্রধান জন ড্রেক। তিনি বলেন, অড্রে এলিজাবেথ হেল মানসিক ব্যাধির জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অড্রের ছোটখাটো একটা অস্ত্রের সংগ্রহশালা ছিল বলে জানান ন্যাশভিলের পুলিশপ্রধান। স্কুলে বন্দুক হামলার সময় তাঁর কাছে দুটি সেমি-অটোমেটিক রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। অড্রে সাতটি আগ্নেয়াস্ত্র বৈধভাবে কিনেছিলেন। এর মধ্যে তিনটি আগ্নেয়াস্ত্র তিনি হামলায় ব্যবহার করেন। 

পুলিশপ্রধান জন ড্রেক সংবাদ সম্মেলনে বলেন, ন্যাশভিলের পাঁচটি দোকান থেকে অস্ত্র কেনেন ২৮ বছর বয়সী অড্রে। বৈধভাবেই অস্ত্রগুলো কেনা হয়। এর মধ্যে তিনটি আগ্নেয়াস্ত্র তিনি হামলায় ব্যবহার করেন। অড্রে একটি মানসিক ব্যাধির জন্য একজন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তবে তাঁর চিকিৎসার বিষয়ে বিস্তারিত কিছু জানেন না এই পুলিশ কর্মকর্তা। 

অড্রের ছোটখাটো একটা অস্ত্রের সংগ্রহশালা ছিল বলে জানান ন্যাশভিলের পুলিশ প্রধানঅড্রে নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দিতেন। অবশ্য পুলিশ তাঁকে বারবার নারী বলে সম্বোধন করে আসছিল। তবে কর্মজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিংকডিন অ্যাকাউন্টে পুরুষ হিসেবে পরিচয় দেওয়া আছে অড্রের। 

জন ড্রেক জানান, অস্ত্রগুলো বাড়িতে লুকিয়ে রেখেছিলেন অড্রে। হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। হামলার সময় কোনো শিক্ষার্থীকে সুনির্দিষ্টভাবে খোঁজ করেননি অড্রে। তিনি নির্বিচারে গুলি চালিয়েছেন।

স্থানীয় সময় গত সোমবার সকালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের কোভনেন্ট স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালান অড্রে। এতে তিন শিশুসহ অন্তত ছয়জন নিহত হন। পরে পুলিশের গুলিতে অড্রেও নিহত হন।

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আজই, নিশ্চিত করলেন ট্রাম্প

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র