Ajker Patrika
হোম > শিক্ষা

এইচএসসির না হওয়া পরীক্ষাগুলোর ফি ফেরত পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এইচএসসির না হওয়া পরীক্ষাগুলোর ফি ফেরত পাবে শিক্ষার্থীরা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের দাবির মুখে বাতিল হওয়া কয়েকটি বিষয়ের পরীক্ষার খরচ না হওয়া টাকা পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, এইচএসসির স্থগিত বিষয়গুলোর পরীক্ষা গত ২০ আগস্ট বাতিল করা হয়। যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলো ছাড়া অবশিষ্ট বিষয়গুলোর জন্য পত্রপ্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্য করা এবং ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায় করা টাকা পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

ঢাকা বোর্ড সূত্র জানায়, প্রতিটি পত্রের জন্য বোর্ডের ধার্য করা উত্তরপত্র মূল্যায়ন ফি বাবদ ৪০ টাকা ও কেন্দ্রের জন্য ধার্য করা ৪৫ টাকা ফেরত পাবেন পরীক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র ফি বাবদ নেওয়া টাকার ১০ শতাংশ রেখে বাকি টাকা কেন্দ্রকে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখ। পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। ছয়-সাতটি বিষয়ের পরীক্ষা হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দফায় দফায় স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের দাবির মুখে বাকি বিষয়গুলোর পরীক্ষা ২০ আগস্ট বাতিল করে সরকার।

ঢাবির কলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯.৮৫ শতাংশ

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

বিজেএস পরীক্ষার ফি কমানোসহ তিন দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবির তিন দপ্তরে নতুন মুখ

ইবির নতুন রেজিস্ট্রার ড. মনজুরুল হক

আইইএলটিএস লিসনিং (পর্ব-৬.২)

জবিতে রমজানে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

স্বপ্ন দেখি, ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে: নতুন শিক্ষা উপদেষ্টা

বিনা মূল্যে স্যাট প্রস্তুতি

ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি