হোম > শিক্ষা

তেজগাঁও কলেজ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সভাপতি জাহিদ রহমান, সাধারণ সম্পাদক পার্থ প্রতীম মৃধা। ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ‘তেজগাঁও কলেজ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (টিসিসিডিএএ)’ গঠন করা হয়েছে। নবগঠিত কার্যনির্বাহী পর্ষদটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ রহমান (প্রাক্তন শিক্ষার্থী, ২০০০-০১ শিক্ষাবর্ষ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পার্থ প্রতীম মৃধা (প্রাক্তন শিক্ষার্থী, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ)।

অ্যাসোসিয়েশনের সহসাংগঠনিক সম্পাদক সৌমিক সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৬১ সালে যাত্রা শুরু করা তেজগাঁও কলেজ ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। রসায়ন বিভাগ থেকে সহস্রাধিক শিক্ষার্থী অনার্স-মাস্টার্স সম্পন্ন করে দেশে-বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত আছেন। প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও সংযোগ আরও দৃঢ় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি এক বিশেষ আলোচনা সভার মাধ্যমে অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২ মার্চ বিভাগীয় শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের তত্ত্বাবধানে গঠনতন্ত্র, উপদেষ্টা পর্ষদ ও কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়।

উপদেষ্টা পর্ষদের সদস্যরা হচ্ছেন প্রধান উপদেষ্টা হিসেবে বিভাগীয় প্রধান সিলভিয়া খায়ের লীনা, নির্বাহী কার্যকরী উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ার হোসেন, দপ্তরবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আসাদুজ্জামান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে আরও রয়েছেন লিটন চন্দ্র রায়, রকিবুল ইসলাম, গাফফার আলি মন্ডল, সৈকত রায়হান, রুবেল মিয়া, রওনক জাহান, অধ্যাপক আব্দুল বাকি (সাবেক বিভাগীয় প্রধান), অধ্যাপক রাহুনুর রহমান (সাবেক শিক্ষিকা), অধ্যাপক শাহেদুল হক (সাবেক শিক্ষক), সহযোগী অধ্যাপক সোলাইমান চৌধুরী (সাবেক শিক্ষক)।

উক্ত অ্যাসোসিয়েশনটিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দকে একটি অনলাইনভিত্তিক সদস্য ফরম পূরণ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন উপদেষ্টা পর্ষদ ও কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা।

রেজিস্ট্রেশন লিংক

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)