মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে ৩৯ শিক্ষককে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। তাঁরা আগামী ৫ বছর এ বোর্ডের অধীন কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।
আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, এসএসসি পরীক্ষা-২০২৩-এর উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে ৩৯ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে কালো তালিকাভুক্ত করা হলো। কালো তালিকাভুক্ত শিক্ষকেরা আগামী ৫ বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীন কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।
এর আগে, গাফিলতির কারণে ২০১৯ সালে এক হাজার পরীক্ষককে শাস্তির আওতায় আনা হয়। তাঁদের কালো তালিকাভুক্তির পাশাপাশি বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়।