সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফছান জামান নামের এক শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯৪ দশমিক ২৫ পেয়েছেন রাফছান জামান। পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন, পাসের হার ৫৭.৬৯ শতাংশ। আর ছেলে ২০ হাজার ৮১৩ জন, পাসের হার ৪২ দশমিক ৩১।
গত শুক্রবার (১০ মার্চ) মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও খবর পড়ুন: