স্নাতকে অক্সফোর্ডে পড়তে যাওয়ার স্বপ্ন অনেকেরই অধরা থেকে যায়। তাঁদের জন্য রয়েছে অক্সফোর্ডে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ। এটি এমন একটি বিশ্ববিদ্যালয়, যেখানে বিভিন্ন আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের অধ্যয়নের সমান সুযোগ দেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের এমন বৈচিত্র্য নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন স্কলারশিপ প্রদান করা হয়, যাতে আর্থিক প্রতিবন্ধকতার কারণে কারও উচ্চশিক্ষা বাধাগ্রস্ত না হয়। ‘রোডস অক্সফোর্ড’ এমনই একটি ফুলটাইম স্কলারশিপ। সাধারণত কোর্সের মেয়াদ অনুসারে এ স্কলারশিপের মেয়াদ এক থেকে চার বছর পর্যন্ত হয়ে থাকে। যাঁরা স্নাতকোত্তর পর্যায়ে অক্সফোর্ডে অধ্যয়নের স্বপ্ন দেখেন, তাঁদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
রোডস স্কলারশিপ একটি প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এই স্কলারশিপটি প্রতিষ্ঠিত করা হয়। মূলত অক্সফোর্ডে পড়তে আসার জন্য প্রত্যাশী প্রতিভাবান যুবসমাজকে দক্ষ করে তুলতে এই বৃত্তি দেওয়া হয়।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
সুযোগ-সুবিধাসমূহ
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র