বিশেষ প্রতিনিধি, ঢাকা
দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ১ হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। এতে মোট সরকারি পর্যায়ের মেডিকেল কলেজের আসনসংখ্যা বেড়ে ৫ হাজার ৩৮০ টিতে উন্নীত হলো। এর ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে আরও ১ হাজার ৩০ শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পাবেন।
আজ সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। প্রতিটি সরকারি মেডিকেল কলেজে ২০–৬০টি পর্যন্ত আসন বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ও শেখ হাসিনা মেডিকেল কলেজে ৬০টি করে। এ ছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক ৫০টি, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেলে কলেজ ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ৩৫টি আসন বেড়েছে।
এ সিদ্ধান্তে ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজসহ দেশের পুরোনো ৮টি মেডিকেল কলেজে ২০টি করে আসন বাড়ানো হয়েছে। এতে এই ৮টি মেডিকেল কলেজে আগামী শিক্ষাবর্ষ থেকে ২৫০ জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ৩০ আসন বাড়িয়ে আসনসংখ্যা ২৩০–এ উন্নীত করা হয়েছে।
এর আগে ৮ অক্টোবর অধিদপ্তরের পক্ষ থেকে দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা বাড়ানোর কথা জানানো হয়। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাব অনুযায়ী, আগামী বছর থেকে দেশের চিকিৎসা শিক্ষায় যুক্ত হচ্ছে এক হাজারের বেশি আসন। এ বিষয়ক নথিতে স্বাস্থ্যমন্ত্রী অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হবে।
তখন মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছিল, সরকারি মেডিকেলে কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ১ হাজার ৩১ আসন বাড়ানোর সিদ্ধান্তে স্বাস্থ্যমন্ত্রী সম্মতি দিয়েছেন।
এর আগে দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বছরে ৪ হাজার ৩৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ ছিল। আসন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৮০-এ দাঁড়িয়েছে।