Ajker Patrika
হোম > শিক্ষা

দিনাজপুর শিক্ষাবোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শিক্ষাবোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ২৫ হাজার ৫৮৬ পরীক্ষার্থী। তবে কমেছে পাসের হারের সংখ্যা। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। বিপরীতে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন। 

আজ সোমবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. তোফাজ্জুর রহমান। 

ফলাফল ঘোষণাকালে তোফাজ্জুর রহমান বলেন, ২০২২ সালে এই শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৮৪৬ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৫৭৭ জন অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৮২ পরীক্ষার্থী। এতে গড় পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন। অকৃতকার্য হয়েছে ৩৫ হাজার ১৬৪ পরীক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৬৯৫ পরীক্ষার্থী। এ ছাড়া ৩৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 
 
তোফাজ্জুর রহমান আরও বলেন, গত বছরের মতো এবারও ছাত্রীদের পাসের হার বেশি। ছাত্রীরা পাস করেছে ৮১ দশমিক ৫৫ শতাংশ, ছাত্ররা ৮০ দশমিক ৭৭ শতাংশ। একই সঙ্গে এবার জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে ছাত্রী রয়েছে ১৩ হাজার ৩৬৮ জন এবং ছাত্র ১২ হাজার ২১৮ জন। 

ফলাফল ঘোষণার সময় দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব মো. জহির উদ্দিন, বিদ্যালয় পরিদর্শক মো. আবু হেনা মোস্তফা কামাল, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী রেজা, শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল-করিম বাবুসহ শিক্ষাবোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, বিজ্ঞান বিভাগে ৮২ হাজার ৬৯২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৪০৭ জন। তাদের মধ্যে ৪৩ হাজার ৯৯৩ জন ছাত্র ও ৩৫ হাজার ১১৪ জন ছাত্রী রয়েছে। এতে বিজ্ঞান বিভাগে গড় পাস করেছে ৯৬ দশমিক ০৩ শতাংশ। মানবিক বিভাগে ৮৮ হাজার ৬১২ জনের মধ্যে উত্তীর্ণ করেছে ৫৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে রয়েছে ২৫ হাজার ২৭৪ জন ছাত্র ও ছাত্রী ৩৪ হাজার ২০২ জন। এতে পাসের হার ৭০ দশমিক ২৫ শতাংশ। অপরদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ হাজার ২৬৪ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৭৯৯ জন। তাদের মধ্যে ১ হাজার ৯৭৫ জন ছাত্র ও ছাত্রী ৮২৪ জন রয়েছে। ফলে ব্যবসায় শিক্ষা বিভাগে গড় পাসের হার ৮৫ দশমিক ৭৫ শতাংশ। 

উল্লেখ্য, এবার দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের আট জেলার ২ হাজার ৬৯০ স্কুল থেকে ২৭৭টি কেন্দ্রে ১ লাখ ৭৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। 

জবিতে রমজানে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

স্বপ্ন দেখি, ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে: নতুন শিক্ষা উপদেষ্টা

বিনা মূল্যে স্যাট প্রস্তুতি

ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

সাত কলেজ পরিচালিত হবে যেভাবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

কানাডায় সম্পূর্ণ অর্থায়িত আসিয়ান বৃত্তি

২৭ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আজ থেকে টানা ৪০ দিন ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে